করোনাভাইরাস
করোনাভাইরাসে আরও ৩২ মৃত্যু, নতুন শনাক্ত ১৪৩৬
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৫১ জনে।
এছাড়াও, নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৩৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাজমা সুলতানা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।