করোনাভাইরাসনগরজীবন

করোনাভাইরাসে দেশের ৩৫তম চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে এবার মারা গেলেন ঢাকা মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ছাত্র ডা. আরিফ হাসান। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোররাতে মারা যান তিনি।

এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ৩০ জন চিকিৎসক মারা গেলেন। তাছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরো পাঁচ জন।

জানা গেছে, জেনারেল প্রাকটিশনার ডা. আরিফ জ্বর নিয়ে ৬ দিন ধরে চমেক হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন। গতকাল শুক্রবার সকালে তাকে সেখানকার ট্রিটমেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতে আবারো তাকে চমেকের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে সেখানেই তিনি মারা যান।

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম ডা. আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম-সম্পাদক সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানিয়েছেন, ডা. আরিফ হাসানের মৃত্যুর মধ্য দিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় ৩০ জন চিকিৎসক মারা গেলেন।

এ ছাড়া কোভিড-১৯ উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৫ জন। অর্থাৎ করোনার সংক্রমণের মধ্যে দেশে মোট ৩৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে, বলেন ডা. রাহাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =

Back to top button