Lead Newsস্বাস্থ্য ও চিকিৎসা

করোনার ভ্যাকসিন কিনতে ৭ হাজার ৯৯০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

করোনা মহামারির টিকা কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৭ হাজার ৯৯০ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৪ জুন) শেরেবাংলা নগরে বাংলাদেশ ও এডিবির মধ্যে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সিগনেচার করেন।

“রেসপন্সিভ কোভিড-১৯ ভ্যাকসিনস ফর রিকোভারি প্রজেক্ট আন্ডার দ্যা এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন অ্যাকসেস ফ্যাসিলিটি’ প্রোগ্রামের আওতায় এই ঋণ দিচ্ছে সংস্থাটি”।

অনুষ্ঠানে বলা হয়, এ কর্মসূচিটি অর্থবিভাগ ও স্বাস্থ্য অধিদফতর বাস্তবায়ন করবে। স্বাস্থ্যসেবা বিভাগ প্রকল্পের সার্বিক তদারকি করবে। ভ্যাকসিন সাপোর্ট প্রোগ্রামটি চলতি বছরের জুন থেকে ২০২৪ সালে মে পর্যন্ত সময়ে বাস্তবায়ন করা হবে। কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে, কোভিড-১৯ অতিমারি প্রতিরোধে ভ্যাকসিন কিনতে সহায়তা করা।

ইআরডি জানায়, “ঋণের এই ৯৪ কোটি ডলারের মধ্যে ৪৭ কোটি ডলারের জন্য বাংলাদেশকে নিয়মিত হারে (২ শতাংশ) সুদ দিতে হবে। অবশিষ্ট ৪৭ কোটি ডলার রেগুলার সুদ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া অব্যয়িত অর্থের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ ঋণের জন্য প্রযোজ্য হবে” ।

এডিবির এ ঋণ ৩ বছরের গ্রেস পিরিয়ডসহ ১৫ বছরে পরিশোধযোগ্য। এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। সংস্থাটি এখন পর্যন্ত বাংলাদেশ সরকারকে ২৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের সহায়তা করেছে। এর মধ্যে ২৫ দশমিক ২৫ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা এবং ১ দশমিক ২১ বিলিয়ন ডলার অনুদান সহায়তা রয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 7 =

Back to top button