ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটকে আগামী কয়েক মাসের জন্য করোনাভাইরাস ভ্যাকসিনের রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশসহ অন্য দেশগুলোকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে।
এদিকে ছয় মাসে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকোর তিন কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ এমন একটি চুক্তি হয়। গত বছরের নভেম্বরে সিরাম ইনিস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্য অধিদপ্তরের ত্রিপাক্ষিয় এই চুক্তি হয়।
কিন্তু গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরাম ইনিস্টিটিউটের প্রধান জানান, অক্সফোর্ড-এস্ট্রজেনকোর টিকা রপ্তানিতে তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। ভারতের সাধারণ মানুষের কাছে টিকা না পৌঁছানো পর্যন্ত তা মজুদ ও অভ্যন্তরীণ বাজারেও বিক্রির প্রতি নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে কথা বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলছেন, ভ্যাকসিন নিয়ে এক বড় প্রতারণার শিকার হয়েছে বাংলাদেশ।
তবে ভারতের সিরাম ইনিস্টিটিউটের সঙ্গে টিকা আমদানির চুক্তিতে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী নাজমুল হাসান পাপন বলছেন, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়েই টিকা পাবে বাংলাদেশ। এক্ষেত্রে এক মাসের মতো সময় লাগতে পারে।