করোনার স্থায়ী সমাধান মিলবে না: ডব্লিউএইচও
বিশ্বজুড়ে চলছে করোনার প্রতিষেধক বের করার চেষ্টা । আশা করা যায়, কিছুদিনের মধ্যে তা বাজারেও চলে আসবে। তাও করোনা নিশ্চিহ্ন করার ‘সিলভার বুলেট’ বা ‘স্থায়ী সমাধান’ মিলবে না। মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
করোনার আতঙ্কে মানুষ ঘরবন্দি। গত কয়েক মাসে গোটা বিশ্বের চেহারা বদলে গিয়েছে। লকডাউন, কোয়ারান্টিন, আইসোলেশন চালু করেও করোনাকে আটকানো যায়নি। এরমধ্যেই, বিশ্বকে গ্রাস করা এই মহামারী ভাইরাস থেকে সহজে মুক্তি মিলবে না বলে আবারও সতর্ক করেছে বিশ্ব সাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, কোভিড-১৯ মোকাবিলায় জাদুকরি কোনও সমাধান এ মুহূর্তে নেই; কখনও নাও মিলতে পারে। ফলে নিশ্চিহ্ন করা যাবে না করোনাকে। এখন থেকে করোনা নিয়েই ঘর করতে হবে।
সোমবার ,৩ জুলাই)জেনেভায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, ”একাধিক ভ্যাকসিনের এখন তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল পরীক্ষা হচ্ছে।কার্যকরি ভ্যাকসিন বের হলে সাময়িক স্বস্তি মিলবে। কিন্তু এই মুহূর্তে কোনো সিলভার বুলেট বা স্থায়ী সমাধান নেই। সম্ভবত ভবিষ্যতেও তা পাওয়া যাবে না।” অর্থাৎ, ভ্যাকসিন করোনাকে সম্পূর্ণ নির্মূল করে দেবে, এমনটা এখনই বলা যাচ্ছে না।