করোনায় আক্রান্ত পুলিশের ২১৭ জন সদস্য
এর মধ্যে পুলিশের ২১৭ জন সদস্য এই অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের ফলে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ২১ জন পুলিশ সদস্য।
বুধবার (২২ এপ্রিল) পুলিশ সদরদপ্তরের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে জানায়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের ফলে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন আরও ২১ জন পুলিশ সদস্য। মোট আক্রান্ত হয়েছে ২১৭ জন।
বুধবার এক ভিডিও বার্তায় বাংলাদেশ পুলিশের সদ্যনিযুক্ত আইজি বেনজীর আহমেদ নিজেদের নিরাপত্তা বজায় রেখে সব ইউনিটের পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি নিজেদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে।করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের অন্যান্য হাসপাতালগুলোতেও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রাখা হচ্ছে।
এছাড়া, দেশের ৫টি বিভাগে চিকিৎসার আয়োজন করা হচ্ছে। আক্রান্ত পুলিশ সদস্যদের ঢাকায় যে চিকিৎসা দেয়া হবে, একই চিকিৎসা বিভাগীয় হাসপাতালেও দেয়া হবে। তাদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।