করোনায় আক্রান্ত মাশরাফি
করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, নড়াইল-২ আসনের মাননীয় সাংসদ মাশরাফি বিন মর্তুজা।
জ্বর থাকায় ১৮ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। গতকাল শুক্রবার (১৯ জুন) রিপোর্ট জানানো হয়। শনিবার তার টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে মাশরাফী শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
মাশরাফীর ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা বলেন, ‘ভাইয়ের দুদিন ধরে জ্বর। কাল রাতে টেস্ট করান উনি। আজ টেস্টে পজিটিভ এসেছে। ভাই বাসাতেই আছেন আইসোলেশনে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।’
জাতীয় দলের এই ক্রিকেটার শনিবার দুপুরে তার মিরপুরের বাসায় ছিলেন। সেখানেই তার চিকিৎসা চলছে। হাসপাতালে নেওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। তার পরিবার সবার কাছ থেকে দোয়া চেয়েছে।
মাশরাফির শাশুড়ি হোসনে আরা এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন। ঢাকার ইবনে সিনা হাসপাতালে তার শাশুড়ির চিকিৎসা চলছে।