করোনায় আক্রান্ত সাকিবের বাবা
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা। গত শুক্রবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।
আজ রোববার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা জেলার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা।
এ ব্যাপারে প্রদীপ কুমার বলেন, ‘কয়েকদিন ধরে কোনো কিছুর স্বাদ-গন্ধ পাচ্ছিলেন না মাশরুর রেজা। এরপর গত শুক্রবার এসে নমুনা দিয়ে যান। আজ পরীক্ষায় পজিটিভ আসে। তবে তাঁর সবকিছু ভালো, তিনি সুস্থ আছেন। আপাতত নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন তিনি। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছি।’
গ্রামের বাড়ি মাগুরাতেই আছেন মাশরুর রেজা। পরিবারের বাকিরা ঢাকাতে আছেন বলে জানা যায়। তবে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। সেখানেই কয়েক মাস আগে জন্ম নেয় সাকিবের দ্বিতীয় কন্যা সন্তান। তার নাম রাখা হয় ইরাম আল হাসান।
কিন্তু করোনাকালে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষদের সাহায্য করে যাচ্ছেন সাকিব। কিছুদিন আগেও করোনা আক্রান্ত ও মৃতদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে সাকিব আল হাসান ফাউন্ডেশন।