Lead Newsকরোনাভাইরাস

করোনায় আরও ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৩১২ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৯১ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৩১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২ হাজার ৪৫৬ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি ভাইরাসটি।

গত ২৪ ঘন্টায় ৯ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছে ৭৫ জন। রোববার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

এক নজরে দেশের করোনাচিত্র:

আক্রান্ত হয়েছেন:  ২,৪৫৬ জন।

সুস্থ হয়ে উঠেছেন: ৭৫ জন।

মারা গেছেন: ৯১ জন।

রোববার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ২৩ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৬ লাখ ৪৬৯ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ১ লাখ ৬০ হাজার ৮৩৫ জনের। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − four =

Back to top button