করোনাভাইরাসজাতীয়

করোনায় একদিনেই মারা গেলেন দেশের দুই অধ্যাপক (চিকিৎসক)!

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহির হাসান এবং রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার (৪৩)।

শুক্রবার দিবাগত রাত দেড়টায় ডা. গাজী জহির রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন, তার সহপাঠিদের সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন তিনি। নিউমোনিয়া, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়াসহ নানা জটিলতা দেখা দেয় তার। অবস্থার অবনতির কারণে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। একাধিকবার তার কিডনি ডায়ালিসিস করতে হয়। শেষ পর্যায়ে তিনি ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টে ছিলেন। গত রাত সোয়া একটার দিকে ভেন্টিলেটর খুলে নেওয়া হয়।

আজ শুক্রবার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের দোহারর উপজেলায় জয়পাড়ায় তাকে দাফন করা হবে বলে জানা গেছে। অধ্যাপক গাজী জহির হাসান ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং বিএসএমএমইউ থেকে পেডিয়াট্রিক সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

অপরদিকে, অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এনআইসিভিডির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি বলেন, এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকৎসক মারা গেলেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

এছাড়া গতকাল পর্যন্ত এক হাজার ১৫৩ জন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানান ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =

Back to top button