করোনাভাইরাসবিবিধ

করোনায় দম্পতির মৃত্যুর আগে শেষ কথা ‘আই লাভ ইউ’

দুজন একসঙ্গে সংসার করেছেন দীর্ঘ ৭৩ বছর। একজন ব্যতীত যেন অন্যজনের বেঁচে থাকা ছিল দায়। বয়স বাড়লেও কমেনি তাঁদের প্রেম। আর তাইতো মৃত্যুর আগে দুজন দুজনকে বলে গেল ভালোবাসি।

মহামারি করোনাভাইরাস তাঁদেরকে আলাদা করে দিল। কেড়ে নিল দুটি প্রাণ। করোনায় আক্রান্ত হয়ে একসঙ্গে মৃত্যুবরণ করলেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই দম্পতি। হাতে হাত রেখে তাঁদের মৃত্যুর আগে শেষ কথাটি ছিল ‘আই লাভ ইউ’।

উইসকনসিনের মিলওয়াকির ফ্রয়েডের্ট হাসপাতালে শনিবার তাঁদের মৃত্যু হয়। মারা যাওয়া দম্পতিদের একজন মেরি কেপলার এবং তাঁর স্বামী উইলফোর্ড। মেরির মৃত্যুর ছয় ঘণ্টা আগেই উইলফোর্ড বেশি অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের অনুরোধে তাঁদেরকে এক ঘরে রাখা হয়। মৃত্যুর পূর্বে এভাবেই তাঁরা শয্যাশায়ী হয়ে শেষ ঘণ্টা একসঙ্গে কাটান, খবর সিএনএন।

তাঁদের নাতনি নাটালি লামেকা বলেন, ‘সৃষ্টিকর্তাও বোধ হয় চাননি তাঁরা একে অপরকে রেখে বেঁচে থাকুক। এজন্যই বোধ হয় তাঁরা একসঙ্গে মারা গেলেন। মৃত্যুর আগে তাঁরা একে অপরের হাত ধরে ভালোবাসি কথাটি অন্তত বলতে পেরেছেন।’

নাটালি এবং তাঁর ভাই স্পেন্সার দাদা-দাদির এই সংকটময় সময়ে সর্বদা সঙ্গ দিয়েছেন। দূর থেকে হলেও তাঁদেরকে সুস্থ হয়ে ওঠার অনুপ্রেরণা জুগিয়েছেন। যদিও তাঁরা জানেন না কীভাবে মেরি এবং উইলফোর্ড করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

নাটালি জানায়, করোনা সংক্রমণ ঠেকাতে বর্তমানে সব হাসপাতালগুলোই কঠোর নিয়ম মানছে। আক্রান্তদেরকে আত্মীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ করায় নিষেধাজ্ঞা রয়েছে। আমরাও দাদা-দাদুর সঙ্গে সবসময় ভিডিও কলে কথা বলতাম। তাদের দুজনের একসঙ্গে চলে যাওয়া খুবই দুঃখজনক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =

Back to top button