করোনায় নতুন করে সংক্রমণের তালিকায় বাংলাদেশ এখন শীর্ষ দশে!
বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলের মধ্যে ক্রমবর্ধমান করোনার সংক্রমণ বিবেচনায় বাংলাদেশের অবস্থান এখন শীর্ষ দশটি দেশের মধ্যে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত সপ্তাহে সর্বোচ্চ সংখ্যক নতুন সংক্রমণ শনাক্ত হওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম।
সাপ্তাহিক এই পরিসংখ্যান ছাড়াও দৈনিক (২৪ ঘণ্টা) শনাক্তের সংখ্যা বিবেচনায়ও বাংলাদেশের অবস্থান শীর্ষ দশে। বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো ২৪ ঘণ্টায় তিন হাজারেরও বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে।
যদিও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে টেস্টের সংখ্যা অনেক কম। এমতাবস্থায় টেস্টের সংখ্যা বাড়লে শনাক্তের সংখ্যাও বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, গত সপ্তাহে বাংলাদেশে ১৯,৭২৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই তালিকায় সবার ওপরে অবস্থান ব্রাজিলের। আর তৃতীয় ও ষষ্ঠ অবস্থানে আছে যথাক্রমে ভারত ও পাকিস্তান।
বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান বিশ্বে ৭ম ও এশিয়ায় ৪র্থ। এই সময়ের মধ্যে রাশিয়ায় সর্বোচ্চ ৭,৭৮৯ জন রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার পর্যন্ত মোট আক্রান্তের দিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৯তম।