Lead Newsআন্তর্জাতিক

করোনায় মহামারী অবস্থাতেই নয়াদিল্লিতে পঙ্গপালের হানা

করোনাভাইরাসের নাজুক অবস্থার মধ্যেই এবার ভারতের নয়াদিল্লিতে হানা দিয়েছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল। গুরুগ্রাম-দ্বারকা এক্সপ্রেসওয়েতেও এদের দেখা মিলেছে।

রাজধানীর দক্ষিণ ও পশ্চিম জেলা কর্তৃপক্ষকে উচ্চ সতর্কতা দিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নকালে পাইলটদের সতর্ক থাকতে বলা হয়েছে।

কদিন আগে দিল্লির পাশের শহর গুরুগ্রামে পঙ্গপাল তাড়াতে, বাসিন্দাদের হাঁড়ি, কলস ও ড্রাম ব্যবহার করতে বলা হয়। মাসখানেক আগে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান ও মধ্যপ্রদেশে হানা দেয় এ পতঙ্গ। এরপর পাঞ্জাব, উত্তর প্রদেশের পশ্চিম প্রান্ত হয়ে হরিয়ানায় আসে এরা। উপদ্রব থেকে বাচতে, দরজা-জানাল বন্ধ রেখে একপ্রকার গৃহবন্দী মানুষ।

হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চলে শস্যহানির শঙ্কায় কৃষকদের দমকল প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =

Back to top button