শোবিজ
করোনায় মারা গেলেন আফরান নিশোর বাবা
জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ ভোলা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় নিশোর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি একই হাসপাতালে আইসিইউতে বেশকিছুদিন ভর্তি ছিলেন। মো. আব্দুল হামিদ মিয়া টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
বাবার মৃত্যুতে আফরান নিশো ভেঙ্গে পড়েছেন। তিনি দেশবাসীর কাছে বাবার বিদেহি আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছেন।