করোনায় মৃতদের দাফনে ‘আল মদিনা যুব ফাউন্ডেশন’
করোনা কিংবা উপসর্গে কেউ মারা গেলে স্বজনরা ধারে কাছে আসে না। অংশ নেয় না জানাজা কিংবা দাফনে। এমন পরিস্থিতিতে ‘করোনা মৃত্যু ভয়, করিব জয়’ স্লোগান নিয়ে করোনায় মৃত্যু হওয়া মানুষের মরদেহ ইসলামী রীতি অনুযায়ী দাফন করে আলোচনায় এসেছেন বরিশালের আগৈলঝাড়ার একদল যুবক।
‘আল মদিনা যুব ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের ব্যানারে এ পর্যন্ত ওই উপজেলায় করোনায় মৃত্যু হওয়া ৭ জনের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করেছেন তারা। দাফনের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ইসলামী ফাউন্ডেশনের সহযোগীতায় একটি বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সংগঠনের ২০ সদস্য প্রশিক্ষন গ্রহণ করে সেবার ব্রত নিয়ে এই কাজ চালিয়ে যাচ্ছেন।
আল মদিনা যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাসির উদ্দিন শাহ জানান, ২০১৯ সালের ১ জানুয়ারি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা প্রদানের অঙ্গিকার নিয়ে এই সংগঠন আত্মপ্রকাশ হয়। সংগঠনের সদস্য ১৩৫ জন। করোনায় মারা যাওয়া মরদেহের দাফনে অনেক ক্ষেত্রে তার স্বজনরা এগিয়ে আসেন না। এমন দৃশ্য দেখে করোনায় আক্রান্ত ব্যক্তির মরদেহ দাফনের চিন্তা মাথায় আসে তাদের। পরে তারা গ্রামের কিছু যুবক একত্রিত হয়ে ‘করোনা মৃত্যু ভয়, করিব জয়’ স্লোগানে প্রশিক্ষন নিয়ে করোনায় মৃত্যু হওয়া মানুষ দাফনের কাজ শুরু করেন।
১৪ জুলাই ওই উপজেলার পয়সা গ্রামের বাসিন্দা হাসান মিয়া (৫২), ৯ জুলাই বারপাইকা গ্রামের মমতাজ বেগম (৫৫), ৬ জুলাই আমবৌলা গ্রামের গোলাম সরোয়ার (৬০), ৮ জুন মোল্লাপাড়া গ্রামের নুর আলম (৭০), ৭ জুন ছয়গ্রামের মনিরুল ইসলাম (৪৬), ৬ জুন বাগধা গ্রামের শাহজাহান ভাট্টি (৬৫) এবং ১৬ মে বেলুহার গ্রামের রোমান কাজী (৩২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তাদের দাফন সম্পন্ন করেন তারা।
স্থানীয় বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ওই যুবকের প্রসংশা করেন। তাদের দেখে অন্যরাও করোনা ভয় জয় করবেন বলে আশা করেন তিনি।
আগৈলঝাড়ার থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, করোনায় মৃত্যুবরণকারীর দাফন তো দূরের কথা, অনেক সময় মরদেহ দেখতেও আসে না স্বজনরা। ওই যুবকরা না থাকলে আক্রান্ত ব্যক্তিদের মরদেহ দাফনে চরম অসুবিধায় পড়তে হতো। ওই যুবকরা নিঃসন্দেহে মহৎ কাজ করছে। তাদের সকল প্রকার সাহায্য-সহযোগীতার আশ্বাস দেন ওসি আফজাল।
মরদেহ দাফন ছাড়াও করোনায় কর্মহীন ৬৫ টি দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান, জনসচেতনতা সৃষ্টি স্বেচ্ছায় রক্ত দান, স্কুল-কলেজ-মাদ্রাসায় বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহণ করে সবার মন জয় করেছে আল মদিনা যুব ফাউন্ডেশন।