করোনায় মেক্সিকোর প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মেক্সিকোর চিহুয়াহুয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ড. জেসাস গ্রাজেদা। চিহুয়াহুয়ার গভর্নর জাভিয়ের কোরাল ড. জেসাস গ্রাজেদার মৃত্যুর খবরটি জানান। সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চিহুয়াহুয়ার গভর্নর জানান, প্রায় দুই সপ্তাহ ধরে করোনাজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ড. জেসাস। করোনার কারণে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল।
হৃৎপিণ্ড অচল হয়ে ড. জেসাসের মৃত্যু হয়েছে জানিয়ে শোক প্রকাশ করে চিনহুয়াহুয়ার গভর্নর ফেসবুকে গতকাল রোববার লেখেন, ‘এ মুহূর্তে গভীর দুঃখবোধ ছাড়া বাকি সব অনুভূতি প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই।’
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হলো লাতিন আমেরিকা। এ অঞ্চলের দেশ মেক্সিকোতে আজ সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে তিন লাখ ৯০ হাজার ৫১৬ জন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছে ৪৩ হাজার ৬৮০ জন, যা বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।