কলকাতার ইডেন গার্ডেনে আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি দেখার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখার জন্য হাসিনার কাছে মোদির আমন্ত্রণের চিঠির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রধানমন্ত্রী ২২ নভেম্বর কলকাতায় যাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, তবে পূর্ব-ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী মোদি কলকাতায় শেখ হাসিনার সাথে যোগ দেবেন না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেখানে থাকবেন এবং ঢাকায় ফেরার আগে সেখানে কয়েক ঘণ্টা অবস্থান করবেন।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কলকাতার ইডেন গার্ডেনের শেষ টেস্ট ম্যাচটি দেখার জন্য আমন্ত্রণ জানান।