শোবিজ

কাজ দিয়েই বেঁচে থাকতে চাই, বললেন তাহসান

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তিনি অনেক গুণে গুণান্বিত। ভিন্ন ধাঁচের গানের পাশাপাশি অভিনয়েও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। প্রেমময় কিংবা বিরহপূর্ণ, যেকোনো চরিত্রে তাহসানকে লুফে নেন দর্শক। সম্প্রতি শততম নাটকের মাইলফলক স্পর্শ করেছেন এই অভিনেতা।

ধারাবাহিক নাটক ‘কাছের মানুষ’ দিয়ে নাটকে অভিষেক হয় তাঁর। এরপর তাহসান অভিনয় করেন আরো বেশ কিছু নাটকে, যার মধ্যে অনেক নাটকই দর্শকপ্রিয়তা পায়। অভিনয়, গানে তাহসান হয়ে ওঠেন দেশের অন্যতম জনপ্রিয় তারকা।

সম্প্রতি মুক্তি পায় তাহসান অভিনীত শততম নাটক ‘মেমোরিস—কল্পতরুর গল্প’। মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় এতে তাহসানের বিপরীতে অভিনয় করেছেন শায়লা সাবি।

গতকাল শুক্রবার রাতে ইউটিউবে মুক্তি পাওয়া ওই নাটকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তাহসান। শততম নাটকের ওই ভিডিও শেয়ার করে ক্যাপশনে তাহসান লেখেন, ‘কাজ দিয়েই বেঁচে থাকতে চাই’। ইউটিউবে নাটকটি এরই মধ্যে ছয় লাখের বেশি ভিউ পেয়েছে।

তাহসানের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘মনফড়িং এর গল্প’, ‘মনসুবা জংসন’, ‘নীল পরী নীলাঞ্জনা’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘এংরি বার্ডস’, ‘মিস্টার এন্ড মিসেস’ প্রভৃতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 17 =

Back to top button