ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার পক্ষ থেকে দেওয়া ঈদ উপহারের কোরবানির গরু-ছাগল ফেরত দিয়েছে কোম্পানীগঞ্জ থানা।
সোমবার কোম্পানীগঞ্জ থানা থেকে উপহারের দেওয়া ওই গরু-ছাগল ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে জানতে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার মোবাইলে কল করা হলে তার এক সহকারী ফোন রিসিভ করে বলেন- স্যার এখন বিশ্রামে আছেন। তিনি এখন কথা বলতে পারবেন না।
মঙ্গলবার বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো.সাইফুদ্দিন আনোয়ার। তিনি জানান, ঈদুল আযহা উদযাপন করতে কোম্পানীগঞ্জ থানাতে মেয়র আব্দুল কাদের মির্জার ব্যক্তিগত পক্ষ থেকে ১টি গরু ও ১টি ছাগল পাঠানো হয়। তবে উপহারের গরু-ছাগল নিতে অপারগতা দেখালে তিনি লোক পাঠিয়ে ঈদ উপহারের গরু-ছাগল ফেরত নেন। তবে এ বিষয়ে আর বেশি কথা বলতে অনীহা দেখান ওসি।