কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবে পাকিস্তান
কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে বিরোধের বিষয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছে পাকিস্তান। চলতি মাসের প্রথম দিকে কাশ্মীরের ভারতীয় অংশের বিশেষ মর্যাদা নয়াদিল্লি বিলোপ করার পর দেশটি এ কথা জানালো।
নয়াদিল্লির ওই পদক্ষেপে দ্বিপক্ষীয় বাণিজ্য ও যানচলাচল বন্ধ করে এবং ইসলামাবাদ থেকে ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সম্প্রতি এআরওয়াই নিউজ টেলিভিশনকে বলেন, ‘আমরা কাশ্মীরের ঘটনাটিকে আন্তর্জাতিক বিচার আদালতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সব আইনি দিক বিবেচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে ভারতের বিরুদ্ধে ওঠা সব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এই মামলাটিতে কেন্দ্রীভূত হবে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।