কুমার শানু করোনায় আক্রান্ত
করোনা আক্রান্ত উপমহাদেশের প্রখ্যাত গায়ক মেলোডি কিং কুমার শানু। নিজের ফেজবুক পেইজে বিষয়টি জানিয়ে, সুস্থতার জন্য সবার দোয়া চান তিনি।
জানিয়েছেন, কয়েকদিনরে জ্বরের পর করোনা পরীক্ষা করান কুমার সানু। আপাতত তার শারীরিক অবস্থা সম্পর্কে এর বেশি কিছু জানানো হয়নি। কিছুদিন আগে একটি গানের রিয়েলিটি শোতে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে।
কুমার শানুর বাবা পশুপতি ভট্টাচার্য্য ছিলেন একজন গায়ক ও সুরকার। তিনি শানুকে গান ও তবলা শিখান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে ডিগ্রি পাওয়ার পর কুমার শানু ১৯৭৯ সালে প্রকাশ্যে কার্যক্রম করা শুরু করেন। গান গাওয়া শুরু করেন হোটেল ও বিভিন্ন অনুষ্ঠানে কলকাতায়। তিনি ছিলেন ১৯৯০ সাল থেকে ২০০০ সালের মধ্যেকার সেরা গায়ক।
৯০- এর দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন কুমার শানু। বলিউড, টলিউডের পাশাপাশি বাংলাদেশি সিনেমা এবং অডিও মাধ্যমেও অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই মেলোডি কিং।