Lead Newsজাতীয়

কোথাও কি সুষ্ঠু ভোট নেই? ইসি কবিতা খানম

নির্বাচন কমিশনার কবিতা খানম প্রশ্ন রেখেছেন, কোথাও কি সুষ্ঠু ভোট নেই? তিনি মনে করেন, সুষ্ঠু ভোট হওয়ার বিষয়টিও স্বীকৃতিতে আসা উচিত।

আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

কবিতা খানম বলেন, ‘সকালে উঠেই একটি পত্রিকার শিরোনামে মনটা খারাপ হয়ে গিয়েছিল। ‘‘ভোটার আছে, ভোটার দিবস আছে, সুষ্ঠু ভোট নেই’’ কথাটা কি সার্বিকভাবে গ্রহণযোগ্য? কোথাও কি সুষ্ঠু ভোট নেই? আমি মনে করি, সুষ্ঠু ভোট হওয়ার বিষয়টিও স্বীকৃতিতে আসা আবশ্যক। তা না হলে ভুল মেসেজ যায় জাতির কাছে।’

আজ দৈনিক প্রথম আলোর শীর্ষ প্রতিবেদনটি ছিল ‘ভোটার আছে, দিবসও আছে, সুষ্ঠু ভোট নেই’ শিরোনামে।

কবিতা খানম তাঁর বক্তব্যে যাঁদের ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের সবাইকে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার আহ্বান জানান কবিতা খানম। তিনি ১৮ বছর পূর্ণ হওয়া তরুণদের ভোটার হয়ে স্বাধীন মতামত দিয়ে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আজই ভোটার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে আরেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচনের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেবেল প্লেয়িং ফিল্ড) থাকছে না। বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রার্থী জয়ী হয়ে যাচ্ছেন। আগের রাতে ভোট হয়ে যায়।

ইসি মাহবুব তালুকদারের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে সিইসি বলেন, মাহবুব তালুকদার কমিশনকে হেয়, অপদস্থ ও নিচে নামানোর জন্য যা করা দরকার, সবই করে চলেছেন। তিনি (মাহবুব তালুকদার) ব্যক্তিগত স্বার্থে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কমিশনকে হেয় করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 14 =

Back to top button