কোভিড-১৯ মোকাবিলায় বিশ্বে আমরা এগিয়ে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার কারণে বড় রাষ্ট্রগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। লকডাউন হয়ে যাচ্ছে, শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের অবস্থা সেসব দেশের তুলনায় অনেক ভালো। করোনা আমাদের দেশে নিয়ন্ত্রণে আছে। আমরা ভালো আছি সেটা স্বীকার করতে হবে। করোনা মোকাবিলায় আমরা বিশ্বে এগিয়ে আছি।’
আজ রোববার রাজধানী মিরপুরের মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রতিষ্ঠানে (এমসিএইচটিআই) ২০০ শয্যাবিশিষ্ট মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতাল উদ্বোধন ও তিন দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘আমরা ১০টি জেলায় অ্যান্টিজেন টেস্ট চালু শুরু করেছি। পর্যায়ক্রমে সব জেলায় এই টেস্টের ব্যবস্থা করব। আমাদের পিসিআর ল্যাব চালু আছে। জিন এক্সপার্ট মেশিন দিয়েও করোনা পরীক্ষা চালু আছে। এখন অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা চালু আছে। কিন্তু রোগী পরীক্ষা করতে আসছে না। আমরা বারবার রোগীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
করোনা নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে এত ঘনবসতির মধ্যেও ইউরোপ-আমেরিকার তুলনায় মৃত্যুর হার অনেক কম। যদিও ইদানীং আবার একটু বেড়েছে। আমরা যদি করোনাকে নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। আমাদের অর্থনীতি ব্যাহত হয়ে যাবে। এ কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা নিয়ন্ত্রণকে এখন আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছি।’