ক্রিকেটখেলাধুলা

ক্লাস ফাঁকি দেওয়া ছেলেটি এখন জাতীয় দলে

মিডিয়াম পেস বল দিয়ে ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন লক্ষীপুরের হাসান মাহমুদ। ২০১২ সালের শেষদিকে লক্ষ্মীপুর জেলা ক্রিকেট একাডেমির কোচ মনিরের সংস্পর্শে আসেন হাসান। বিকেএসপিতে সুযোগ পাওয়ার পর থেকে তার বোলিংয়ে গতি বেড়ে যায়। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে সুযোগ পান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার।

সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলে আলো ছড়িয়ে হাসান মাহমুদ জায়গা করে নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও। এখন অপেক্ষা শুধুই জাতীয় দলের হয়ে অভিষেকের। একাদশে জায়গা পেলে হয়ে যাবে সেটাও।

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৪২.৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন হাসান। ১৩ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।

তার এই যাত্রায় সবচেয়ে বেশি কাজে দিয়েছে খেলার প্রতি একাগ্রতা। মাদ্রাসায় ক্লাস ফাঁকি দিয়ে ক্রিকেট খেলেছেন অনেক। তার ধ্যানজ্ঞানই ছিল ক্রিকেট। যার ফল মিলেছে হাতে নাতে।

এ ব্যাপারে হাসানের বাবা ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রিকেট খেলায় হাসানের আগ্রহ বেশি ছিল। কিছু কিছু সময় খেলার মাঠ থেকেই সে পরীক্ষা দিতে যেত। মাদ্রাসা ফাঁকি দিয়ে সে ক্রিকেট খেলত। ভালো বোলিং করেই হাসান মাহমুদ দেশের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলেই আশা প্রকাশ করেন তার বাবা। সূত্র বিডিলাইভ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 5 =

Back to top button