ক্ষমতা নিয়ে শান্তিপূর্ণ আলোচনায় তালেবান-আফগান সরকার
তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তরের পক্রিয়া শুরু করেছে আফগান সরকার। আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে চারদিক থেকে ঘিরে ফেলার পর সহিংসতা এড়াতে তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে আফগান সরকার।
দেশটির সংবাদ সংস্থা দ্য খামা প্রেস নিউজ এজেন্সি বলছে, তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তরে আফগান প্রেসিডেন্টের প্রাসাদ এআরজিতে আলোচনা চলছে।
তালেবানের পক্ষ থেকে আলী আহমেদ জালালীকে দেশটির অন্তবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দেয়ার কথা বলা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ভিডিও সামনে এসেছে। সেখানে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর কথা জানান। তিনি বলেন, কাবুলে তালেবানরা হামলা করেনি।
এএফপিকে উদ্ধৃত করে এপি নিউজ এজেন্সি আফগানের এক কর্মকর্তার বরাতে বলছে, শন্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য তালেবান আলোচনা করছে।
এর আগে তালেবানের তরফ থেকে এক বিবৃতি দিয়ে কাবুলের বাসিন্দাদের ভীত না হওয়ার আহ্বান জানানো হয়। তারা কাবুলে জোরপূর্বক প্রবেশ করবে না এবং শান্তিপূর্ণ ক্ষমতা নিতে তারা সরকারের সঙ্গে আলোচনা করছে।