ধর্ম ও জীবন

ক্ষমতা নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্যঃ আল্লামা বাববুনগরী

আজ বৃহস্পতিবার (04/02/2021) রাজধানীর খিলগাঁস্থ মাখজানুল উলুম মাদরাসা মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজত ইসলামের আমির আল্লামা হাফেজ জুনায়েদ বাববুনগরী।

এই সভায় ওলামায়ে কেরামের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন আল্লামা জুনায়েদ বাববুনগরী। তিনি এ দাবি জানান। জুনায়েদ বাবুনগরী বলেন, বাতিলের মূলোৎপাটন করতে হেফাজত ইসলামের সৃষ্টি হয়েছে। আমাদের দায়িত্ব পাওয়া বড় কথা নয়। দায়িত্ব সঠিকভাবে পালন করাটাই বড় কথা। আমাদের দায়িত্ব যথাযথভাবে আদায় করতে হবে।

তিনি বলেন, হেফাজতে ইসলামের সাবেক আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফী রহঃ এর মৃত্যু নিয়ে মামলাসহ ওলামায়ে কেরামের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করতে হবে। পদ-পদবী / ক্ষমতা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের কাজ আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য।

আল্লামা জুনায়েদ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টা আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী, কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা মুহিবুল হক গাছবাড়ী, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুর রব ইউসুফী, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা নেজাম উদ্দীন, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা আবদুল্লাহ মুহাম্মদ হাসান, মাওলানা আবদুর হালীম, মাওলানা আবদুল বাসেত আজাদ, মাওলানা আবদুল বসির, যুগ্মমহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজি, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা জাফর আহমদ, মুফতি মনির হোসেন কাসেমী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা নাজমুল হাসান,  মুফতী সাইফুদ্দীন কাসেমী, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলান গোলাম মহিউদ্দীন ইকরাম, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা মুফতি এনামুল হক কাসেমী, মাওলানা মুফতি কুতুব উদ্দীন নানুপুরী, মাওলানা মুফতি আজহারুল ইসলাম, মাওলানা ড. হারুন আজিজী নদভী, কবি মুহিব খান, মাওলানা জাকির হোসেন কাসেমী, প্রমুখ।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − four =

Back to top button