কয়েকটি ব্যর্থতার পরও বিশ্বসেরা ক্লাব ম্যানইউ!
চলতি মৌসুমে মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। বেশ কয়েকটি হারের কারণে পয়েন্ট টেবিলে আধিপত্য নেই তাদের। এরপরও দলটির হেড কোচ ওলে গুনার সুলশার মনে করেন, ম্যানইউ বর্তমান বিশ্বের সেরা ক্লাব।
গত দশ বছরে পাঁচবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই সময়ে ম্যানইউর ঘরে গেছে একটি লিগ শিরোপা। এরপরও কথার লড়াইয়ে নিজেদের পিছিয়ে রাখতে নারাজ রেড ডেভিলদের ক্লাসের হেড মাস্টার।
নিজেদেরকে বিশ্বের সেরা ক্লাব হিসেবে দাবি করলেও চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানসিটির প্রতি যথেষ্ট সম্মান আছে সুলশারের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ম্যানচেস্টার ইউনাইটেড। সবসময় ফিরে আসতে চাই। আমি মনে করি, এই মুহূর্তে আমরা বিশ্বের এক নম্বর ক্লাব। তবে অসাধারণ পারফর্ম করছে ম্যানচেস্টার সিটি।
‘এই মুহূর্তে ম্যানসিটিকে ছাড়িয়ে যেতে পারবো কিনা জানিনা। গত ১০ বছরে তারা অসাধারণ প্রভাব দেখিয়েছে। বিশেষ করে গত চার-পাঁচ বছরে ক্লাবটি ইংল্যান্ড এবং ইউরোপজুড়ে অসাধারণ ছিল। এজন্য তাদেরকে সম্মান করতে হবে।’ বলেন সুলশার।
গত ১৪ আগস্ট লিডস ইউনাইটেডকে ৫-১ গোলে উড়িয়ে মৌসুম শুরু করে ম্যানইউ। ১০ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে আছে তারা। ব্যতিক্রম চ্যাম্পিয়নস লিগে। ইউরোপ সেরা হওয়ার মঞ্চে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে রেড ডেভিলরা।