রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসায় বড় বাধা বিএনপি: হানিফ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে বিএনপি নিজেই সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘বিএনপি খালেদার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে। তাদের উচিত ছিল রাজনীতি না করে আইনের পথে হাঁটা।’

শুক্রবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বিশ্ব সন্ত্রাস-জঙ্গিবাদ ও হলি আর্টিজান- মুম্বাই হামলা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। সেই হিসেবে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিলেই তো তিনি বিদেশে যেতে পারেন। বিএনপি নিজেই এ নিয়ে রাজনীতি ও স্ট্যান্ডবাজি করছে। খালেদা জিয়ার সুস্থতার চেয়ে তাদের কাছে রাজনীতি বড়। সে জন্য খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বিএনপি।

হানিফ বলেন, বিএনপি খালেদা জিয়ার মুক্তি চায়, তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এটা সত্য। পাশাপাশি এটাও সত্য তিনি আদালত কর্তৃক একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি। অতএব একটি দণ্ডপ্রাপ্ত কয়েদি কারাগারে থাকা অবস্থায় যতো সুযোগ সুবিধা কারাবিধি অনুযায়ী সেটা তিনি পাবেন।

বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অত্যন্ত সৌভাগ্যবান, উনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতায় কারাবিধির বাইরে সুযোগ-সুবিধা ভোগ করেছেন। আউট অফ দ্য ল। প্রধানমন্ত্রী তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেই বেগম খালেদা জিয়াকে বাইরে রেখেছেন।

তিনি বলেন, বিএনপি যে তাকে বিদেশে পাঠানোর জন্য দাবি তুলেছেন এবং রেফারেল দিচ্ছেন অযৌক্তিকভাবে যে মহামান্য রাষ্ট্রপতি যদি বিদেশে যেতে পারেন, আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের যেতে পারেন, তাহলে বেগম খালেদা জিয়া পারবেন না কেন?

বেগম খালেদা জিয়া পারবেন না এ কারণেই, কারণ মহামান্য রাষ্ট্রপতি কিংবা বাকিরা দণ্ডপ্রাপ্ত আসামি নয়। অতএব দণ্ডপ্রাপ্ত কয়েদি এছাড়া যে কোনো স্বাধীন নাগরিক তার ইচ্ছেমত যেকোন জায়গায় যেতে পারেন। এটা কম্পেয়ার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে আলোচনায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + nine =

Back to top button