Lead Newsসরকার

খোকার লাশ দেশে আনতে সহযোগিতা করছে সরকার

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার লাশ দেশে আনতে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সাদেক হোসেন খোকা মৃত্যুর আগে (দেশে দাফনের) ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালই (রবিবার) বলা হয়েছিল তাকে আনার জন্য। এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।’

‘ইতিমধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তার শোকাহত পরিবার এ শোক সইতে পারে।’

খোকার লাশ দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়টি বাংলাদেশের নীতিবিরোধী বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন তার জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা তো চান না রোহিঙ্গারা ফিরে যাক। রোহিঙ্গারা থাকলে তাদের সুবিধা। কারণ রোহিঙ্গারা থাকলে তাদের নিয়ে তারা রাজনীতি করতে পারবেন।’

রোহিঙ্গাদের জন্য ভাসানচরে অত্যন্ত সুন্দর বাসস্থান এবং সব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেনা ও নৌবাহিনীর তত্ত্বাবধানে সে কাজ করা হচ্ছে।

মন্ত্রী দাবি করেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিরোধিতা করে এনজিওগুলো। কারণ রোহিঙ্গারা চলে গেলে তাদের অনেক অসুবিধা হবে। ‘আমরা সেসব এনজিওকে চিহ্নিত করতে পেরেছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 18 =

Back to top button