আন্তর্জাতিককরোনাভাইরাস

গত দু’দিনে চীনে করোনায় মৃত্যু শূন্য

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার প্রকোপ দেখা দেয়। এরপর থেকেই উহানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। কয়েক মাসেই করোনা মহামারি পরিস্থিতি তৈরি করেছে। একই সঙ্গে উহানে ভয়াবহ বিপর্যয় ঘটে।

চীনে করোনায় আক্রান্ত ও মারা যাওয়াদের মধ্যে অধিকাংশই উহানের নাগরিক। তবে গত কয়েক মাসের প্রচেষ্টায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে দাবি চীনের। তারা এই বিপর্যয় অনেকটাই কাটিয়ে উঠেছে।

অন্যান্য দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলেও চীনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করায় কিছুটা স্বস্তি মিলেছে। এরই মধ্যে উহান থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। ফলে উহানে আটকা পড়া হাজার হাজার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে।

এদিকে, সবচেয়ে বড় সুখবর হচ্ছে গত দুদিনে চীনের কোথাও করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন করে করোনায় আক্রান্তের ঘটনা ঘটলেও মৃত্যুর ঘটনা ঘটেনি।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, রোববার নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি। আগের দিনও করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি।

তবে রোববার নতুন করে ১২ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে আটজনই বহিরাগত। গত কয়েক সপ্তাহে স্থানীয়দের তুলনায বহিরাগতদের আক্রান্তের হার বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − four =

Back to top button