গর্ভপাতের অনুমতির সর্বোচ্চ সীমা ২৪ সপ্তাহ করল ভারত
গর্ভপাতের অনুমতি দেওয়ার জন্য সর্বোচ্চ সীমা ২৪ সপ্তাহ নির্ধারণ করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। বর্তমানে তা ২০ সপ্তাহ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আগে গর্ভপাতের সর্বোচ্চ সীমা ২৪ সপ্তাহ থাকলেও এবার সেটা ২৪ সপ্তাহে বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত দেওয়া হয়।
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এদিন একথা জানিয়েছেন। তিনি বলেন, সীমা বাড়ানোর ফলে এটি গর্ভাবস্থার নিরাপত্তা নিশ্চিত করবে ও নারীদের শরীরে প্রজনন অধিকারও বজায় রাখবে। সেই কারণেই গর্ভপাতের অনুমতির সময়সীমা ২০ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৪ সপ্তাহ করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ, কেননা প্রথম পাঁচ মাসের ক্ষেত্রে এমন ঘটনা রয়েছে, যেখানে মেয়েটি বুঝতে পারেনি ও তাঁকে আদালতে যেতে হয়েছে।’
তিনি আরো বলেন, নারী ও চিকিৎসকদের একাংশের তরফ থেকে দাবি জানানো হয়েছিল গর্ভপাতের অনুমতির সময়সীমা বাড়ানোর জন্য।