গান-বাজনা নিষিদ্ধ করলো তালেবান
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, নতুন তালেবানের অধীনে আগের মতো গান-বাজনার অনুমতি দেওয়া হবে না।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইসলামে গান-বাজনা নিষিদ্ধ। আমরা আশা করছি মানুষকে চাপ দেওয়ার পরিবর্তে, এই কাজ না করতে তাদের বোঝাতে পারি।”
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ এর দশকে তালেবানের অধীনে বিশেষ করে গানবাজনা, টেলিভিশন এবং সিনেমা দেখা নিষিদ্ধ ছিল। এই নিয়ম কেউ ভঙ্গ করলে তাদের কঠিন বিচারের মুখোমুখি হতে হত।
তালেবান ক্ষমতা হারানোর পর আফগানিস্তানের গান-বাজনা ও কনসার্ট সমৃদ্ধ হয়েছে। এছাড়া আফগানিস্তান জাতীয় সঙ্গীত ইনস্টিটিউটও চালু হয়েছে। পাশাপাশি নারী বাদকদল দেশ ও বিদেশে অংশগ্রহণ শুরু করে।
নিউইয়র্ক টাইমসকে মুজাহিদ আরও বলেন, “আফগানিস্তানে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি ভিত্তিহীন। নারীরা সবসময় বাড়িতে অবস্থান করবে। তারা সবসময় মুখ ঢাকতে পর্দা ব্যবহার করবেন। এবং নারীরা তিন দিন বা তার চেয়ে বেশি দিন ভ্রমণে বের হলে তাদের সঙ্গে পুরুষ অভিভাবক থাকবেন। তিনি বলেন, নারীরা অবশেষে তাদের দৈনন্দিন রুটিনে ফিরে আসতে সক্ষম হবেন।”