গার্মেন্ট শ্রমিকদের বেতন ডিজিটাল প্ল্যাটফর্ম ই-ওয়ালেটে
দেশে পোশাক শ্রমিকদের বেতন ব্যবস্থা শিগগিরই ডিজিটাল করা হবে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে গার্মেন্ট খাতে বেতন পদ্ধতি ডিজিটালকরণ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি। ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) ছিল এ অনুষ্ঠানের আয়োজক।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘পোশাক শ্রমিকরা ডিজিটাল ব্যবস্থায় তাঁদের বেতন পাবেন। পোশাক শ্রমিকদের মোবাইল ব্যাংকিং সেবা ’ই-ওয়ালেট’ প্ল্যাটফর্মে সম্পৃক্ত হওয়ার জন্য বিকাশের মতো অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী সংস্থাগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পোশাক কারখানায় বেতন ডিজিটাল করার প্রক্রিয়া বাস্তবায়ন করা এখন তাদের প্রধান চ্যালেঞ্জ। ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। আশা করছি, আমরা সব আমলাতান্ত্রিক জটিলতা অতিক্রম করে এগিয়ে যেতে পারব।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএফসির সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর বিশেষজ্ঞ অনন্যা ওয়াহিদ কাদের, স্টাইলক্রাফ্ট লিমিটেডের পরিচালক শরীফ আলমাস রহমান, এবিএ গ্রুপের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান মৃধা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ, আইএফসির কনসালটেন্ট তাকরীম রিওয়ান সিদ্দিকী, আইএফসির বাংলাদেশ, ভুটান ও নেপালের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর নুজহাত আনোয়ার প্রমুখ।