গ্রেপ্তারের পর জানা গেল চোরের করোনা পজিটিভ, আতঙ্কে পুরো থানা
মহামারি করোনা আতঙ্কে পুরো পৃথিবী যখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে, তখন করোনা পজিটিভ চোর গ্রপ্তার করে সংক্রমিত হলেন পুলিশের হেড কনস্টেবল। ভারতের ভদোদরার দাভোই থানার অন্তর্গত এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ওই দুই ব্যক্তি টিমবি গ্রামে রেললাইনের পাশে একটি দোকান থেকে প্রায় চার হাজার ২৬৫ টাকার পানমশলা চুরি করে পালাচ্ছিলেন। এ ঘটনায় ওই দোকানের মালিক চুরির অভিযোগ দায়ের করেন দাভোই থানায়। তার ভিত্তিতেই ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ডেপুটি পুলিশ সুপার কালপেশ সোলাঙ্কি বলেন, নিয়ম অনুযায়ী ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষায় একজনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিদের আটক করতে যে যে পুলিশ কনস্টেবল গিয়েছিলেন তাদেরও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়। চারজনের রিপোর্ট নেগেটিভ আসলেও প্রধান পুলিশ কনস্টেবল করোনা আক্রান্ত হয়ে পড়েন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা আপাতত হোম কোয়ারেন্টিনে আছেন।
জেলার স্বাস্থ্য কর্মকর্তা উদয় তিলাভট জানান, ওই অভিযুক্ত চোর কোথা থেকে সংক্রামিত হয়েছিলেন তা খুঁজে বার করার চেষ্টা চলছে। তিনি যে এলাকায় বসবাস করতেন সেই এলাকার ১৫০টি বাড়ি ও ৬০০ মানুষকে নজরে রাখা হয়েছে। আশেপাশের সাতটি এলাকাকে চিহ্নিত করা হয়েছে।