ঘূর্ণিঝড় স্যালির আঘাতে বিপর্যস্ত আলবামা,ফ্লোরিডা
আমেরিকার উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় স্যালি। এরই মধ্যে এটি তাণ্ডব চালিয়েছে আলবামা ও ফ্লোরিডা রাজ্যসহ কয়েকটি অংশে। গাছপালা উপড়ে ফেলেছে, ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে এবং অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।
ক্যাটাগরি ২ মাত্রার শক্তি নিয়ে স্থানীয় সময় বুধবার সকালে ১৬৯ কিলোমিটার গতিবেগে উপসাগরীয় উপকূলে আছড়ে পড়ে গ্রীষ্মমন্ডলীয় এই ঝড়। ঘূর্ণিঝড় স্যালিতে ফ্লোরিডার পেনসাকোলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
আলাবামা ও ফ্লোরিডার ৫ লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানায়, মৌসুমি ঝড়ের কবলে ফ্লোরিডা এবং আলাবামার দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে গেছে। ফ্লোরিডা কর্তৃপক্ষ বলছে, রাজ্যর বহু মানুষ ভয়াবহ দুর্ভোগে পড়েছে। ওই অঞ্চলের বন্দর, স্কুল, ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
দুটি রাজ্য থেকেই সাহায্যের জন্য প্রচুর কল আসলেও উদ্ধারকর্মীরা সবার ডাকে সাড়া দিতে পারছে না। কারণ, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।