বিচিত্র
চট্টগ্রামে ৮ পা ও ২ মাথা বিশিষ্ট ছাগল ছানার জন্ম!
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ইমামনগর গ্রামে আটটি পা ও দুইটি মাথা নিয়ে একটি ছাগল ছানা জন্ম হয়েছে।
সোমবার বিকালে ভাটিয়ারীর ইমামনগর গ্রামের মোহাম্মদ ইশার একটি ছাগল অস্বাভাবিক এই বাচ্চার জন্ম দেয়।
ছাগলে মালিক ঈশা জানান, প্রথমে ছাগলটি একটি স্বাভাবিক বাচ্চার জম্ম দেয়। পরের বাচ্চাটি আটটি পা ও দুইটি মাথা নিয়ে অস্বাভাবিকভাবে জন্ম নেয়। তবে অস্বাভাবিক এ ছাগল ছানাটি জন্মের কিছুক্ষণ পরই মারা যায়।
এদিকে, উৎসুক এলাকাবাসী ছাগলের বাচ্চাটি এক নজর দেখার জন্য মোহাম্মদ ঈশার বাড়িতে ভিড় করে।