শিল্প ও বাণিজ্য

চামড়া খাতের উন্নয়নে আলাদা সংস্থা চান উদ্যোক্তারা

দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের প্রত্যাশিত উন্নয়নের জন্য এবং চামড়া সম্পর্কিত বিষয়াদি দেখভালের দায়িত্ব একটি নির্দিষ্ট সংস্থাকে প্রদানের আহবান জানিয়েছেন এই খাতের শিল্পোদ্যোক্তারা।

গতকাল মঙ্গলবার চামড়া খাত নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), রিসার্স এন্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) ও দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত এক অনলাইন সেমিনারে (ওয়েবিনার) তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. মো. জাফর উদ্দীন।

সালমান এফ রহমান বলেন, সাভারের চামড়া শিল্প নগরীতে এখনও সিইটিপি (কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার) ও প্রয়োজনীয় অবকাঠামো পুরোপুরি প্রস্তুত হয়নি।

এ সময় তিনি প্রকল্পে বর্তমানে মাত্রাতিরিক্ত পানির ব্যবহার হচ্ছে উল্লেখ করে বলেন,এটি নিয়ন্ত্রণে না আসলে আমরা পানির উপর কর আরোপে বাধ্য হবো।

আলোচনায় অংশ নিয়ে অ্যাপেক্স গ্রুপের প্রধান সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, চামড়াজাত পণ্যের কাঁচামাল থাকা সত্বেও আমরা প্রত্যাশিত অগ্রগতি করতে পারিনি।

অথচ ভিয়েতনাম কাঁচামাল না থাকা সত্বেও এ খাতের রপ্তানিতে বহুদূর এগিয়ে গেছে। এ খাতের উন্নয়ন একক সংস্থার উপর দায়িত্ব দেওয়ার দাবি জানান এই ব্যবসায়ী ।

চামড়া শিল্পের সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকা এবং বর্জ্য পানি নদীতে গিয়ে পরিবেশ দুষণ করা এবং এসব কারনে আন্তর্জাতিক মান নির্ধারণকারী প্রতিষ্ঠানের (এলডব্লিওজি) সনদ না পাওয়ার মত বিষয়টি তুলে ধরেন বক্তারা ।

এছাড়া, এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গও তোলেন তারা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + twelve =

Back to top button