Breakingআইন ও বিচার
চিত্রনায়িকা পরীমণির বাসায় র্যাবের অভিযান
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। এমন তথ্য জানিয়েছে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।’
আজ বুধবার (৪ আগস্ট) বেলা পৌনে চারটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী এ চিত্রনায়িকার বনানীর বাসায় উপস্থিত হয়। এরপর আতঙ্কিত পরী লাইভে এসে তাদের পরিচয় পাননি বলে দাবি করেন।
সর্বশেষ খবর অনুযায়ী, র্যাব সদস্যরা জানিয়েছেন, তদন্তের স্বার্থে তারা পরীর সঙ্গে কথা বলবেন। এজন্য গণমাধ্যমকর্মীদের বাসার বাইরে আটকে দেওয়া হয়েছে। বিস্তারিত পরে আসছে…..