আন্তর্জাতিক

চিল ডোনাল্ড, চিল : গ্রেটা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট গণনা বন্ধের জন্য গতকাল বৃহস্পতিবার টুইটারে পোস্ট করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক বাক্যে লিখেছিলেন, ‘বন্ধ করো ভোট গণনা।’ ট্রাম্পের এমন টুইটের পরই তাঁকে নিয়ে ঠাট্টায় মজেছেন সুইডিশ পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গ।

ট্রাম্পের ভোট গণনা নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে গ্রেটা টুইটে লেখেন, ‘খুবই হাস্যকর। রাগ নিয়ন্ত্রণ সমস্যা সমাধানে ট্রাম্পের অবশ্যই কাজ করা উচিৎ। এরপর একজন বন্ধুকে নিয়ে একটি পুরোনো আমলের সিনেমা দেখা উচিৎ! চিল ডোনাল্ড, চিল!’

গ্রেটার ওই টুইটে এখন পর্যন্ত ১৪ লাখেরও বেশি লাইক পড়েছে। এ ছাড়া রিটুইট হয়েছে তিন লাখ ছয় হাজারেরও বেশি বার।

গ্রেটা থুনবার্গ মার্কিন নির্বাচন নিয়ে এর আগেও নিজের মতামত দিয়েছিলেন। তিনি ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের পক্ষে মার্কিন জনগণের ভোট প্রত্যাশা করেছিলেন।

জলবায়ু নিয়ে বিশ্বে যে আন্দোলন চলছে, তাতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী দিনে একটি বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে বলে জানান এই তরুণী। আর সে কারণে পরিবেশ নিয়ে যেসব মানুষ সচেতন তাদের কাছে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন গ্রেটা।

গত ১০ অক্টোবর এক টুইটবার্তায় ১৭ বছর বয়সী গ্রেটা লিখেছিলেন, ‘আমি কখনোই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। কিন্তু আসন্ন মার্কিন নির্বাচন এসব কিছুর ঊর্ধ্বে। জলবায়ুর দৃষ্টিকোণ থেকে এটা যথেষ্ট দূরে আর আপনাদের অনেকে অবশ্যই অন্য প্রার্থীদের সমর্থন দিচ্ছেন। কিন্তু, আমি বোঝাচ্ছি… আপনারা জানেন…জঘন্য! সংগঠিত হোন এবং সবাই বাইডেনকে ভোট দিন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =

Back to top button