আন্তর্জাতিককরোনাভাইরাস

চীন ও ইতালির চেয়ে ‘ভারতীয় ভাইরাস’ বেশি প্রাণঘাতী : নেপালের প্রধানমন্ত্রী

চীন ও ইতালির চেয়ে ‘ভারতীয় ভাইরাস’কে বেশি প্রাণঘাতী দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর মঙ্গলবার নেপালের পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে তিনি একথা বলেছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নেপালে করোনাভাইরাস ছড়ানোর জন্য ভারতকে দায় দিয়েছেন ওলি।

নেপালের প্রধানমন্ত্রী বলেছেন, ‘অবৈধভাবে ভারত থেকে আসা লোকজন এই দেশে ভাইরাসটির বিস্তার ঘটাচ্ছে। সঠিক পরীক্ষা ছাড়া ভারত থেকে লোক নিয়ে আসার জন্য স্থানীয় কিছু জনপ্রতিনিধি ও দলীয় নেতারা দায়ী। বাইরে থেকে লোক আসতে থাকার কারণে কোভিড-১৯ নিয়ন্ত্রণ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এখন চীন ও ইতালির চেয়েও ভারতীয় ভাইরাসকে বেশি প্রাণঘাতী দেখাচ্ছে। আরো অনেকে সংক্রমিত হচ্ছে।’

নেপালের প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে নয়া দিল্লি ‘হতবাক’ হয়েছে আর ভারতীয় কর্মকর্তারা ‘ক্ষুব্ধ’ হয়েছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

ওলির এমন মন্তব্যে সম্প্রতি ভারতের উদ্বোধন করা একটি নতুন সড়ক নিয়ে দুই দেশের মধ্যে সৃষ্ট বিরোধ আরো গভীর হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

একই ভাষণে ওলি ভারতের নিয়ন্ত্রণে থাকা কালাপানি-লিমপিয়াধুরা-লিপুলেখ এলাকা ‘যে কোনো মূলে ফিরিয়ে আনা হবে’ বলেও মন্তব্য করেছেন।

নিজেদের নিয়ন্ত্রণে থাকা এই এলাকাটিকে তাদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে ভারত। অপরদিকে সম্প্রতি নেপালের মন্ত্রিসভা অনুমোদিত একটি রাজনৈতিক মানচিত্রে ওই এলাকাগুলোকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে।

নেপাল ও ভারতের মধ্যে এক হাজার ৮০০ কিলোমিটার যৌথ সীমান্ত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 15 =

Back to top button