আন্তর্জাতিক
চীন ও যুক্তরাষ্ট্র ছাড়া করোনা ভ্যাকসিন সুষ্ঠু বণ্টনে একমত ১৫৬ দেশ
চীন ও যুক্তরাষ্ট্র ছাড়া করোনার টিকা বিশ্বব্যাপী ন্যায়সঙ্গতভাবে বিতরণের জন্য ঐতিহাসিক এক চুক্তিতে সম্মত হয়েছে ১৫৬টি দেশ।
সোমবার জেনিভায় এক ব্রিফিংয়ে চুক্তিটির খবর দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসাস। তিনি বলেন, কোভ্যাক্স নামে পরিচিত এ পরিকল্পনার আওতায় ২০২১ সালের শেষ নাগাদ ২শ’ কোটি মানুষের দেহে প্রতিষেধক দেয়ার লক্ষ্য রয়েছে। এর মধ্যে রয়েছে ৬৪টি দেশ ধনী, যারা ভ্যাকসিন আবিষ্কার হলে নিজস্ব অর্থায়নে নিতে পারবে এবং ৯২টি নিম্ন ও মধ্যম আয়ের দেশ, যাদের ভ্যাকসিন কেনার জন্য সহায়তার প্রয়োজন হবে।
বৈশ্বিক সংকট মোকাবিলায় অভূতপূর্ব বৈশ্বিক সাড়া দেয়ার দাবিও জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব।