Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

চীনে আক্রান্ত কম, করোনার ভ্যাকসিনের পরীক্ষা তাই অন্যদেশে করছে

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে বড় পরিসরে সংযুক্ত আরব আমিরাতে ‘ফেইজ থ্রি’ ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমতি পেয়েছে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি)।

প্রতিষ্ঠানটি নিজেই মঙ্গলবার মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়।

নিজেদের দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর অপ্রতুলতা থাকায় বিদেশে এই পরীক্ষা চালানো হচ্ছে বলে রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়।

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে ৪ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। ভাইরাসে প্রাণহানি ঠেকাতে দুনিয়াজুড়ে কয়েক ডজন ভ্যাকসিনের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা। তবে কোনো ভ্যাকসিনই এখনো ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ও অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ পার করতে পারেনি।

ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল সাধারণত কয়েকহাজার মানুষের ওপর চালানো হয়। বিষয়টি যাতে ঠিকভাবে পর্যবেক্ষণ করা যায়, সেজন্য যেসব দেশে ভাইরাসের প্রকোপ বেশি সেসব দেশেই এই পরীক্ষাগুলো চালানো হয়।

তবে মহামারির উৎপত্তিস্থল চীনে গত এক মাস থেকেই দৈনিক গড়ে ১০টির বেশি সংক্রমণ না থাকায়, ভ্যাকসিনের পরীক্ষা অন্যদেশে করার দিকে ঝুঁকছেন সেখানকার বিজ্ঞানীরা।

চীনের সামাজিক মাধ্যম উইবো তে দেওয়া এক পোস্টে সংযুক্ত আরব আমিরাতে এ ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর কথা জানায় চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ। তবে কোন ভ্যাকসিনের ট্রায়াল চালাবে সে বিষয়ে কিছু বলেনি তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 13 =

Back to top button