চীনের স্কুলে শিশুদের মাথায় তিনফুট চওড়া টুপি কেন?
অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে চীনের পরিস্থিতি। আর তাই সামাজিক দূরত্ব মেনে দেশটির ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ খুলতে শুরু করেছে। তবে সামাজিক দূরত্ব মেনে চলা বড়দের জন্য সহনীয় হলেও শিশুদের ক্ষেত্রে অনেক কঠিন। তাই স্কুলগামী শিশুদের সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য তিনফুট চওড়া টুপি পরে স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থাসহ সামাজিক মাধ্যমগুলোতেও এমন ছবি ছড়িয়ে পড়েছে। ডেইলি মেইলের একটি প্রতিবেদনে দেখা গেছে, পূর্বচীনের জেজিয়াং প্রদেশের ইয়াংঝেংগ স্কুলটি তিনমাস পর খুলেছে। আর এই স্কুলের শিক্ষার্থীরা অদ্ভুত ধরনের টুপিটি পরে ক্লাসে বসে আছে। যা প্রতিমুহুর্তে তাদের স্বরণ করিয়ে দেবে সামাজিক দূরত্বের কথা। এর পাশাপাশি পরতে হবে সার্জিক্যাল মাস্ক।
স্কুলের ভাইস প্রিন্সিপাল হংগ ফেংগ বলেন, ‘এটা আমাদের নিজস্ব আইডিয়া। এর মাধ্যমে আমরা একটি শ্লোগান ছড়িয়ে দিচ্ছি। আর তা হচ্ছে- ‘এক মিটার হ্যাট পড়ো, এক মিটার দূরত্ব বজায় রাখো।’
তিনি আরো বলেন, ‘সুস্থতা নিশ্চিত করতে আমরা এই নিয়ম করেছি। এতে কেউ কারো গায়ের সঙ্গে লাগতে পারবে না এবং হ্যাট পড়ার নিয়ম ভাংতে পারবে না। এগুলো বাধ্যতামূলক মানতে হবে। এর পাশাপাশি স্কুলে প্রবেশে তাপমাত্রা স্ক্রিনিংও করা হচ্ছে।’