উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে এর আগে ১৯৯৩ সালে একবারই ফ্রান্সের ক্লাব হিসেবে অলিম্পিক মার্শেই এই শিরোপা জিতেছিল। ২৭ বছর পর দ্বিতীয় ফরাসি ক্লাব হিসেবে পিএসজি নতুন ইতিহাস লিখতে পারবে কিনা, সেটির অবসান হবে আজ রাতে। বাংলাদেশ সময় রাত একটায় পর্তুগালের লিসবনে এস্তাদিও দা লুজে শুরু হবে ম্যাচটি। দেখা যাবে সনি টেন ২ চ্যানেলে।
ফাইনালের আগে জেনে নিন দুই দলের শক্তি
ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ
মুখোমুখি (৯ বার) জয়ী ৫ বার জয়ী ৪ বার
সর্বোচ্চ সাফল্য প্রথমবারের মতো ফাইনাল চ্যাম্পিয়ন ৫বার
ফাইনালে উঠেছে ১১ বার
বড় তারকা নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া মুলার, লেভানডফস্কি, গেন্যাব্রি