ফুটবল

ছন্দহীন দুর্বল দলে পরিনত হয়েছে মেসি বিহীন বার্সেলোনা

লিওনেল মেসিকে হারিয়ে ছন্দহীন দুর্বল দলে পরিণত হবে বার্সেলোনা। অনেকের মতে, এমনটিই হওয়ার কথা ছিল।

সেই ধারণা যেন সত্যিতে রূপ দিতে চলেছেন রোনাল্ড কোম্যানের শিষ্যরা। স্প্যানিশ জায়ান্টরা জয় কী জিনিস যেন ভুলেই গেল। যে কোনো দল বলে-কয়ে হারাচ্ছে তাদের।

সবমিলিয়ে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা, ড্র-ই হয়েছে তিনটি ম্যাচ।বৃহস্পতিবার রাতেও তুলনামূলক দুর্বল দল কাদিজের মাঠে গিয়ে পয়েন্ট হারিয়ে কাঁদল বার্সেলোনা।

দলটির বিপক্ষে আরও একবার ড্র করেছে বার্সেলোনা। যদিও প্রতিপক্ষের মাঠে বল দখলের লড়াইয়ে একক আধিপত্য দেখিয়েছে বার্সা। কিন্তু তাতে লাভ হয়নি, গোলের খেলায় জালে বল জড়ানোই যে মূখ্য সে কথা বেমালুম ভুলে গেছে কাতালানরা।

ম্যাচে মাত্র ৬টি ছট করতে পেরেছেন বার্সা, যার মধ্যে মাত্র ২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৩টি শট করে কাদিজ, ৩টি রাখে লক্ষ্যে। তবে বার্সার রক্ষণের প্রশংসা করতেই হয়। বা সৌভাগ্যও বলা যায়। একটি গোলও হজম করেনি কোম্যানের শিষ্যরা।

অবশ্য গোল দিতেও পারেননি মেমফিস ডিপাই, লুক ডি ইয়ংরা। গোলশূন্য ড্র নিয়েই ন্যু ক্যাম্পে ফিরেছে কাতালানরা। তবে ম্যাচের ৬৫ মিনিটে বড় ধাক্কাই খেয়েছে বার্সেলোনা। মাঝমাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বার্সার অন্যতম ভরসার পাত্র লুক ডি ইয়ং।

অর্থাৎ এমন হতাশাজনক সময়ে পরের ম্যাচে এই অভিজ্ঞ তারকাকে দলে পাবে না বার্সা। হতাশাজনক ড্রয়ের পর পাঁচ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে কাদিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =

Back to top button