ছয় বছর ধরে ইফতারি বিলিয়ে তৃপ্ত আলাউদ্দিন
প্রতিদিন আড়াইশ মানুষের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ইফতারি বিলিয়ে যাচ্ছেন কমলনগরের মো. আলাউদ্দিন। প্রতি বছর রমজান এলেই তিনি এমন আয়োজন করে থাকেন। টানা ছয় বছর ধরে এমনি আয়োজন করে যাচ্ছেন তিনি।
জানা গেছে, উপজেলার তোরাবগঞ্জ বাজারের জননী হোটেলের মালিক মো. আলাউদ্দিন বছরের এগারো মাস ব্যবসায়িক উদ্দেশ্যে তার হোটেলটি পরিচালনা করে আসলেও রমজানের একমাস অসহায় ছিন্নমূল ও গরিবদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে ইফতারি বিতরণের জন্য হোটেলটি উন্মুক্ত করে দেন।
এ মাসে প্রতিদিন পাঁচজন কারিগর রেখে আড়াইশ থেকে তিন’শ মানুষের জন্য ইফতারির বিভিন্ন আইটেম তৈরি করে থাকেন। যা সম্পূর্ণ বিনামূল্যে সর্বশ্রেণীর মানুষের মধ্যে বিতরণ করা হয়।
কারিগররা আইটেম ছোলা, বুট, পেয়াজু, আলুর চপ, শাকের চপ, বুরিন্দা, জিলাপি, মুড়ি, খেজুর,সালাদসহ প্রতিদিন আড়াইশ প্যাকেট তৈরি করেন। পরে ইফতারির ওই প্যাকেটগুলো পথচারী ও তার দোকানে আগত সবার মধ্যে বিলিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলার চরলরেন্স ইউনিয়নের বাসিন্দা ও তোরাবগঞ্জ বাজারের জননী হোটেলের মালিক প্রচারবিমুখ ব্যবসায়ী মো. আলাউদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, আল্লাহ যে সম্পত্তির মালিক করেছেন তাতে আমি সন্তুষ্ট। পরকালের মুক্তি ও ইহকালীন শান্তি পেতেই আমি প্রতি রমজান মাসে এমন আয়োজন করে থাকি।