Lead Newsপ্রবাস

ছুটিতে থাকা প্রবাসীদের ইকামা-ভিসার মেয়াদ বাড়াল সৌদি

করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে ছুটিতে দেশে গিয়ে আটকেপড়া প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ তিন মাস বাড়িয়েছে সৌদি আরব। মেয়াদ বৃদ্ধির এ ঘোষণা দিয়েছেন স্বয়ং বাদশাহ সালমান। এর  ফলে মেয়াদ শেষ হলেও চিন্তা নেই দেশে ছুটিতে থাকা প্রবাসীদের।

গতকাল রোববার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি মারফত জানানো হয়, মেয়াদোত্তীর্ণ  ইকামা ও ভিসার মেয়াদ কোনোরকম জরিমানা ছাড়াই আরো তিন মাসের জন্য বাড়ানো হলো। এ ছাড়া পরবর্তী সময়ে যাঁদের ইকামা মেয়াদোত্তীর্ণ হবে, সেটাও তিন মাসের জন্য বাড়ানো হবে। মূলত করোনাভাইরাসজনিত মহামারিতে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে এবং বিনিয়োগকারীদের ওপর করোনার প্রভাব কমাতে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

একই সঙ্গে সৌদি আরবের অভ্যন্তরে অবস্থান করা প্রবাসীদের ইকামার মেয়াদও দ্বিতীয় দফায় তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান।

গত ২ জুলাই সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বেসরকারি খাতে করোনাভাইরাস মহামারির প্রভাব হ্রাস করতে বেশ কয়েকটি সরকারি উদ্যোগ বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন।

বাদশাহ সালমান বিন আবদুল আজিজ নতুন যে ঘোষণা দিয়েছেন সেগুলো হলো :

এক. সৌদি আরবের অভ্যন্তরে বিদেশি নাগরিকরা দ্বিতীয়বারের মতো আরো তিন মাসের ইকামা নবায়ন করার সুযোগ পাবেন কোনো প্রকার ফি ছাড়া।

দুই. যেসব ব্যক্তি ফাইনাল এক্সিট লাগিয়ে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় এখনো সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাঁদের আরো তিন মাস বৈধভাবে থাকার সুযোগ দেওয়া হয়েছে।

তিন. ছুটিতে থাকা যে বিদেশি নাগরিকদের ইকামা শেষ হয়েছে অথবা হবে, সেই ব্যক্তিদের আরো তিন মাসের মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হবে কোনো প্রকার জরিমানা ছাড়া।

চার. সৌদি আরবের বাইরে থাকা যেসব বিদেশি নাগরিকদের ছুটি শেষ হয়ে গেছে অথবা যাঁদের শেষ হবে, তাঁদের আরো তিন মাসের বাড়তি ছুটি দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো জরিমানা করা হবে না।

পাঁচ. আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় যাঁরা এখনো সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাঁদের  ছুটি পুনরায় তামদিদ করতে পারবে। এ ক্ষেত্রে কোনো জরিমানা আসবে না।

ছয়. ভিজিট ভিসায় আটকেপড়া বিদেশি নাগরিকরা আরো তিন মাস বৈধভাবে থাকার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কোনো সরকারি ফি প্রয়োজন হবে না।

উল্লেখ্য, ইকামার মেয়াদ বিনামূল্যে তিন মাস বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশি প্রবাসীরা দারুণভাবে উপকৃত হবে। করোনার শুরুতে অনেকেই দেশে এসে আটকা পড়েছিলেন। আবার অনেকের ইকামার মেয়াদ শেষ দিকে থাকায় দুশ্চিন্তায় ছিলেন। এ ঘোষণার ফলে এসব প্রবাসী নিশ্চিন্ত হতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + eight =

Back to top button