ভাইরাল
ছোটবোনকে ভাইয়ের অকৃত্রিম ভালোবাসা ইন্টারনেটে ভাইরাল
যে বয়সে নিজেরই সব কাজে সহায়তা নেওয়ার কথা সেখানে নিজের ছোট ভাইকে যত্ন করে কোলে নিয়ে দুধ খাওয়ানো থেকে শুরু করে জামাকাপড় পরিয়ে ঘুরতে নিয়ে যাওয়া, কাপড় ধুয়ে দেয়া ইত্যাদি সবই কাজ করছে ভাই।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে ভাইয়ের ভালোবাসার এমনই প্রমাণ দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে এক পুঁচকে ভাই তার বোনকে আদর যত্ন, করছে ৷ জামা পরিয়ে দিচ্ছে, জামা কাপড় কেচে কোলে নিয়ে দুধও খাওয়াচ্ছে ৷ আদর আনন্দে ভাসিয়ে দিচ্ছে তাঁর বোনকে ৷
মন ছুঁয়ে যাওয়া ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হতে না হতেই মুহূর্তেই ঝড় তুলেছে ৷ ভিডিওটি সবার হৃদয়ে যেন ভালোবাসারই বার্তা পাঠাচ্ছে।