Lead Newsআন্তর্জাতিক

জাকির নায়েকের পিস টিভি ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ভারতে

আলোচিত ও সমালোচিত ইসলামিক বক্তা ড. জাকির নায়েকের পিস টিভি, পিস টিভি মোবাইল অ্যাপ ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করছে ভারত সরকার। 

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের প্রতিবেদনে বলা হয়, মোবাইল অ্যাপের পাশাপাশি জাকির নায়েকের পিস টিভি ইউটিউব চ্যানেল এবং টেলিভিশন চ্যালেনও নিষিদ্ধ করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিজের একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষে উস্কানি দিয়েছেন বলে জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। 

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়, জাকির নায়েক তার একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে মুসলিম যুবকদের নিয়োগ করে তাদের মধ্যে ভারতবিরোধী মনোভাব গড়ে তুলছেন এবং ভারতবিরোধী কাজে উসকানি দিচ্ছেন।

বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে এই ইসলামিক বক্তার। তিনি একাধিক জিহাদি সংগঠনের কাছ থেকে আর্থিক সাহায্য পান। বলে জানিয়েছেন গোয়েন্দারা। 

উল্লেখ্য ভারতে এনআইএর মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন জাকির নায়েক। গত ১৪ই মে ভারত জাকির নায়েককে মালয়শিয়ার কাছ থেকে ফেরত চায়। সেখানে তিন বছরেরও বেশি সময় ধরে অবস্থান করছেন তিনি। সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =

Back to top button