জানুয়ারি-ফেব্রুয়ারিতে আসবে ভ্যাকসিনের প্রথম চালান, প্রতি মাসে ৫০ লাখ ডোজ
অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তৈরি করোনার টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ আগামী জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারির শুরুতে আসবে বাংলাদেশে।
আজ রোববার এক ক্রয় চুক্তি শেষে এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অক্সফার্ডের টিকা আনতে ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে গত ৫ নভেম্বর সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ও স্বাস্থ্য অধিদপ্তর। এবার টিকা নিয়ে ক্রয় চুক্তি করলো।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমঝোতা চুক্তিতে ১৫ ডিসেম্বরের মধ্যে ক্রয় চুক্তি করার শর্ত থাকায় সেটি আজ সম্পন্ন করা হলো। এটি সেরাম ইন্সটিটিউটের কাছে পাঠানো হয়েছে। তারা তাদের কাজটি শেষ করে এটি আবার ঢাকায় পাঠাবে। এরপর পরবর্তী ধাপের কাজ নিয়ম মাফিক এগিয়ে যাবে।
তিন কোটি ডোজ টিকা ছয় মাসে আসবে উল্লেখ করে তিনি বলেন, প্রতি মাসে ৫০ লাখ ডোজ আসবে, যা ২৫ লাখ মানুষকে দেয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে জানুয়ারিতে প্রথম চালান আনতে পারবো আশা করছি।
টিকা আনার ও রাখার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে জাহিদ মালিক বলেন, টিকা দেয়া জনবলের প্রশিক্ষণ চলছে। প্রয়োজনীয় সকল ব্যবস্থাই প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।